রাজশাহী মোহনপুরে ছাত্রদলের মতবিনিময় সভা
রাজশাহী ব্যুরো ঃআজ ২৯ শে সেপ্টেম্বর শুক্রবার বিকালে মোহনপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ছাত্রদলের সাথে মোহনপুর উপজেলার ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান রুবেল।প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আল-আমীন, বিশেষ বক্তা সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর বুলেট,যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অন্তর,সোহেল রহমান, হাফিজুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির আহবায়ক মাহবুর-অর-রশিদ,আব্দুল কাদের মোল্লা,শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক সহ প্রমূখ ।