নাটোরের সিংড়ায় ১৪ দফা দাবিতে কৃষক সমাবেশ
কৃষি খাতে ভর্তকি সহ কৃষকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাটোরের সিংড়ায় কৃষক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৬ সেপ্টেম্বর ) মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুর আহমেদ বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় কৃষক কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া, কৃষক নেতা সাদাকাত হোসেন বাবুল, জাতীয় কৃষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মতিউর রহমান তপন, সিংড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আজাহার ইসলাম, সাধারন সম্পাদক রুস্তম আলী, উপজেলার ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান সোহেল প্রমূখ।