সোমবার সকালে মহেশপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু।
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু মতবিনিময় করেন। মহেশপুর প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আনিচুর রহমান টিপু। উপস্থিত ছিলেন ঢাকা গাজীপুরের আওয়ামী নেতা নুরুল ইসলাম ,মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সহ-সভাপতি বিএম শামীম, আবুল কাশেম, যগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজন, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওসমান গণি, ক্রীড়া সম্পাদক শামীম খান জনি,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠিক সম্পাদক মাহমুদ হাসান মিলন, আলমগীর হোসেন, সুমন সরদার, হোসাইন আহম্মেদ,বকুল হোসেন সহ মহেশপুর প্রেসক্লাবের কর্মরর্ত সকল সাংবাদিকরা। মতবিনিময় কালে আনিচুর রহমান টিপু বলেন আমি দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষে নিজ সংসদীয় এলাকায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। তবে এ আসন থেকে নেত্রী যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবেন আমি সেই প্রার্থী সাথে মিলেমিশে কাজ করবো।