রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের ত্রি – বার্ষিক সম্মেলনের লক্ষ্যে তানোর কৃষক লীগের বর্ধিত সভা
রাজশাহীর তানোর উপজেলা অডিটোরিয়ামে তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগ’ তানোর উপজেলা শাখার সভাপতি, রাম কমল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, আবু বাক্কার এর সঞ্চলনায় আগামী কাল ২৬- সেপ্টেম্বর রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলা অডিটোরিয়ামে তানোর উপজেলা আওয়ামী কৃশক লীগ তানোর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাম কমল সাহা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সঞ্চালনা করেন ।
সভায় রাজশাহী-৫২’ গোদাগাড়ী, তানোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপির) পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন; তাঁর একান্ত বিশ্বস্ত রাজনৈতিক সহচর, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া সরদার। আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক, আবুল কালাম আজাদ (প্রদীপ সরকার) যুগ্ন- সহসম্পাদক, জিল্লুর রহমান (মাস্টার) আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির অন্যতম সদস্য প্রভাষক, মুনসেফ আলী, সদস্য ওয়াজির হাসান সরকার (প্রতাপ)। তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি, মুসলেমউদ্দীন (মাস্টার), সাধারণ সম্পাদক, আবুল বাশার সুজন।
এ ছাড়া চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান, মজিবর রহমান, পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান উপস্থিত ছিলেন ।
ওই বর্ধিত সভায় তানোর উপজেলার, পৌরসভার ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ, আওয়ামী কৃষক লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের পদস্থ নেতাকর্মী উপস্থিত ছিলেন।