গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে ডেঙ্গু সনাক্ত পরীক্ষা ও স্যালাইন এর দাম নির্দিষ্ট দামের চেয়ে বেশী দামে বিক্রি করায় সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় এস আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সহ ত্রিশ হাজার টাকা জরিমানা, ফায়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালানোর জন্য মৌখিক নির্দেশে ক্লিনিক বন্ধের নির্দেশ এবং হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতালকে এক লাখ ষাট হাজার টাকা জরিমানা সহ লাইসেন্স নবায়ন করার জন্য ৩ সপ্তাহের সময় প্রদান করা হয়।
সাভার উপজেলা এসিল্যান্ড, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাঃ মোঃ সাইদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।