নিজস্ব প্রতিবেদক-রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার খামারবাড়ী গ্রামের বড়পুলের উপর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি মো. সাকিব মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাকিব মন্ডল বালিয়াকান্দি উপজেলার বিল পাকুরিয়া গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে।
বুধবার (১৭ মে) সন্ধ্যার একটু আগে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় হতে শমসের মার্কেটের মধ্যবর্তী খামারবাড়ী গ্রামের বড়পুলের উপর থেকে মাদক কারবারি সাকিব মন্ডলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থেকে ১ হাজার ৪০০ পিছ ইয়াবা যার, আনুমানিক বাজার দড় সাড়ে ৩ লক্ষ টাকা জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০ ( ক ) রুজু করা হয়েছে।