হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শামীমুল ইসলাম লিজন সভাপতি এবং মো. ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার সদর উপজেলার ইটভাঙ্গা মালিক সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৯৪ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে শামীমুল ইসলাম লিজন (ছাতা প্রতীক) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলু ইসলাম (গরুরগাড়ি প্রতীক) পান ৭৩ ভোট।
সহ-সভাপতি পদে মহিদুল ইসলাম (চেয়ার প্রতীক) ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালিকুল রহমান (আনারস প্রতীক) পান ৮০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন (দোয়াত-কলম প্রতীক) ৮৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম সজল (ফুটবল প্রতীক) পান ৮৭ ভোট।
সহ-সম্পাদক পদে সেন্টু (বই প্রতীক) ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী (ইটভাঙ্গা গাড়ি প্রতীক) পান ৭৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব আলী (সাইকেল প্রতীক) ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান জনি (খেজুরগাছ প্রতীক) পান ৮৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে জাকারিয়া জামু (মই প্রতীক) সর্বোচ্চ ১২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সেলিম (মোরগ প্রতীক) পান ৫০ ভোট।
প্রচার সম্পাদক পদে আলমগীর হোসেন (মোরগ প্রতীক) ১০৮ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হক (আম প্রতীক) পান ৬৫ ভোট।
নির্বাহী সদস্য পদে শিমুল (টিউবওয়েল প্রতীক) ১০৭ ভোট এবং রবিউল ইসলাম জাম্বু (কবুতর প্রতীক) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সবুজ, কুতুব উদ্দিন বাবু, আহ্বায়ক খোরশেদ আলম লাভলু, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন এবং সদস্য ইসমাইল হোসেন, মোজাফফর হোসেন ও সাফায়েত হোসেন।