1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ জুন ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিতে জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন রাজবাড়ীতে ঘুষ নেওয়ার অভিযোগ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার গোয়ালন্দ পৌরসভায় এডিবির ট্রেন্ডার অনুষ্ঠিত ঘাটাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার ৩ বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চসিক মেয়র ডাঃ শাহাদাত চলতি অর্থবছরের ২হাজার ১ শত ৪৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা চ্যাটজিপিটি দিয়ে অনলাইনে আয় ২০২৫ সালের স্মার্ট ইনকামের পথ

তীব্র গরমে ভুগছে দেশ সপ্তাহের শেষে মিলতে পারে স্বস্তি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মো শারীদ মোল্লা ডেক্স দৈনিক নয়া কন্ঠঃ

চারটি বিভাগ ও তিনটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তাপপ্রবাহের কবলে থাকা বিভাগগুলো হলো—রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ। একইসঙ্গে ফরিদপুর, মাদারীপুর ও পটুয়াখালী জেলাতেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এই চার বিভাগের অন্তর্গত ৩০টি জেলা এবং অতিরিক্ত তিন জেলা মিলিয়ে মোট ৩৩টি জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে।

তিনি আরও জানান, এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেই সময় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আসন্ন দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস:

মঙ্গলবার (১০ জুন):
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ জুন):
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন):
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৩ জুন):
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD