মহসিন আলম মুহিনঃ
পাইনা সুস্থির সব যেন অস্থির,
জীবনটা আর চলে না।
কোন কিছু লাগে না ভালো,
পাইনা, সুখের ঠিকানা।।
একা একা ভয়, ভয়ে কাটে-
নানা রকম ‘তোলপাড়।
কোলাহল মাঝে শূন্যতা আসে,
আহা! পাওয়া নয় হারাবার।।
দিগন্তের প্রাণে ছুটে চলে মন,
ভাবনা’ কিছু হবে।
হতাশাই সার-নেই উপহার,
যেথায় আশাটা রবে।।
ঘড়ির কাঁটা টিকটিক ‘চলে-
জীবনটাই যে থামে ঠিক।
তাইতো মেলেনা-হিসাব নিকাশ,
সুখের দিন তারিখ।।