1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ জুন ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিতে জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন রাজবাড়ীতে ঘুষ নেওয়ার অভিযোগ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার গোয়ালন্দ পৌরসভায় এডিবির ট্রেন্ডার অনুষ্ঠিত ঘাটাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার ৩ বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চসিক মেয়র ডাঃ শাহাদাত চলতি অর্থবছরের ২হাজার ১ শত ৪৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা চ্যাটজিপিটি দিয়ে অনলাইনে আয় ২০২৫ সালের স্মার্ট ইনকামের পথ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে ভিপি নূর

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।একটি স্বচ্ছ, জবাবদিহি ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠিত হতে হবে। আজ তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে।
গতকাল ২৩ মে শুক্রবার রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যেগে ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল গোলচত্বরে “গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি, বন্দোবস্ত, প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের” লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ভিপি নূর আরো বলেন, দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি, রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে। আমাদের এই নতুন প্রজন্মের রাজনীতির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে।
“বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। একদলীয় শাসনের কারণে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়বিচার আজ প্রশ্নবিদ্ধ। একটি রাষ্ট্র তখনই গণতান্ত্রিক হয়, যখন সেই রাষ্ট্রে জনগণ প্রকৃত অর্থে শাসনের অধিকার পায়। কিন্তু আমাদের রাষ্ট্রে জনগণ শাসিত নয়, বরং শোষিত।
আমরা যে রাজনীতির কথা বলছি, সেটা ক্ষমতা কেন্দ্রীক নয়, সেটা জনগণ কেন্দ্রীক। গণঅধিকার পরিষদ বিশ্বাস করেমানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই হতে হবে রাজনীতির মূল লক্ষ্য। তাই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি।
আজ তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে। কারণ এই রাষ্ট্রের মালিকানা তরুণদেরও। যারা আগামী দিনের বাংলাদেশ গড়বে, তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে—শোষণের ধারায় চলবে, না-কি পরিবর্তনের জন্য লড়বে।
আমরা স্পষ্টভাবে বলছি, গণঅধিকার পরিষদ কোনো সাময়িক সুবিধার জন্য রাজনীতি করে না। আমরা জনগণের পক্ষে একটি মানবিক রাষ্ট্র, মানবিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করছি। এই আন্দোলনকে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। বর্তমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দেশের সম্পদ যাতে কিছু গোষ্ঠী না লুটে নেয়, সেজন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো : ওয়াসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি
মোঃ শহিদুল্লাহ খান। সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, পরিষদের নেতা হাসান আল মামুন, আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মন্জুর মোর্শেদ,নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো: নাহিদ,সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD