মো শারীদ মোল্লা দৈনিক নয়া কন্ঠ ডেক্স থেকেঃ
ময়মনসিংহ: গত ১৬ মে/২০২৫ ইং তারিখ শুক্রবার সকাল সাড়ে দশটায় চেতনা সংসদ কার্যালয়ে ময়মনসিংহ সাহিত্য সংসদ বীক্ষণ প্রকল্পের ২১৪৯তম পাঠচক্র অনুষ্ঠিত হয়। এই পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল কবি বিনয় দেবনাথের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘অশ্রুজল ভিক্ষা’। ১৯৮৩ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র ‘বীক্ষণ’ আজ প্রায় চার দশক অতিক্রম করেছে। শুরু থেকেই প্রতিটি শুক্রবার অনুষ্ঠিত এই সাহিত্য আড্ডাটি কোনো বিরতি ছাড়াই চলমান রয়েছে, যা বাংলা সাহিত্যের দীর্ঘতম পাঠচক্র হিসেবে পরিচিত।
অনুষ্ঠান উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন কবি ও সংগঠক স্বাধীন চৌধুরী। তিনি কবি বিনয় দেবনাথের সাহিত্য সাধনা ও ‘অশ্রুজল ভিক্ষা’ গ্রন্থের মানবিক ভাববর্ণনা তুলে ধরে বলেন, শোক ও আশার মেলবন্ধনে রচিত কবিতাগুলো পাঠক মনকে স্পর্শ করে। এরপর আলোচনায় অংশ নেন কবি আলম মাহবুব, আসাদ উল্লাহ, আল মকসুদ, তাসাদ্দোক হোসেন ও আহিদুর রহমান। তারা বইটির কবিতা বিশ্লেষণ করে কবির শিল্পভাষার প্রশংসা করেন। বীর মুক্তিযোদ্ধা কবি বিমল পাল বইটিকে আত্মজাগরণ ও করুণার আবীর মাখানো কবিতার নিদর্শন হিসেবে উল্লেখ করেন। পাঠচক্রের সেশন পরিচালনা করেন কবি জুবায়েদ ইবনে সাঈদ, সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহের খ্যাতনামা কবি ছোরহাব পাশা। তাদের সভাপতিত্বে প্রাণবন্ত পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে অন্যান্য অনেক কবি-গবেষক, সঙ্গীতশিল্পী, আবৃত্তিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন কবি শাহ সাইফুল আলম পান্নু, সাব্বির রেজা, জামাল উদ্দিন, আহমেদ শহাবউদ্দীন, চান মিয়া ফকির, আমজাদ হোসেন দোলন, সোহেল মজাহার, অরিন্দ্য জসীম, রজিয়া সুলতানা, আলী ইউসুফ, নাজমা বেগম, রোশন ঝুনু, সুপ্রিয় কুমার বনিক, তারিকুল ফেরদৌস, পারভেজ শিহাব, আমজাদ শ্রাবণ, শিশির কুমার পাল, পিঙ্কি সরকার, স্বর্ণা চক্লাদার এ্যানি, সানজিদা শাওন এবং সুশ্মিতা সরকার স্নেহা প্রমুখ।
সভা শেষে উপস্থিত পাঠক-কবিরা জানান, আলোচনায় বইটির প্রতি তাদের নতুন আগ্রহ ও ভালোবাসা তৈরি হয়েছে এবং তারা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। লেখক: কবি রফিকুল ইসলাম মানিক, ময়মনসিংহ সাহিত্য সংসদ বীক্ষণ সদস্য।