ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ।
তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ‘বি ইউনিট’ (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষার জন্য ৫টি একাডেমিক ভবনে মোট ৬ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে ৯৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ইবনে সিনা বিজ্ঞান ভবন, রবীন্দ্র–নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় প্রশাসন ভবন এবং মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত বিভিন্ন সেবাকেন্দ্র পরিদর্শন করেন এবং পরে সরাসরি পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের সহায়তায় প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোভার স্কাউট, স্বাস্থ্য ও তথ্য কর্নারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের সহায়ক কেন্দ্রগুলো সক্রিয় ভূমিকা পালন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এবার পরীক্ষাটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক ছিল। প্রশ্নপত্র নিয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।