আজ ২০শে সেপ্টেম্বর ২০২৩
আমার দাদা ❝মরহুম হাজী আঃ হালিম মাঝি’র❞ ৪র্থ তম মৃত্যু বার্ষিকী। দাদা আমার কাছে বিশাল এক অনুভুতির নাম। কত-কত কথা, কত স্মৃতি দাদার কথা মনে পড়লেই সব যেন বারবার নিজের মাঝে ফিরে পাই।
দাদাকে নিয়ে কথা বলা আমার কখনও শেষ হবে না, দাদাকে নিয়ে গল্প আমার কখনোও ফুরাবে না। আমার একজন দাদা ছিলো।
[দাদা মরহুম হাজী আঃ হালিম মাঝি, ২০শে সেপ্টেম্বর ২০১৯, ২১মহরম ১৪৪১, ০৫ই আশ্বিন ১৪২৬, রাত ১০ঃ১৫ মিনিটে শরীয়তপুর জেলা, সখিপুর থানা, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নোয়াব আলী মাঝির কান্দি (৬নং ওয়ার্ড), নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।]
মৃত্যু হল জীবনের সব থেকে নির্মম একটি সত্য। মৃত্যু হল মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। দেখতে দেখতে ৪টি বছর হয়েগেছে দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে।
দাদা ২০১৭ সালের ১৮ই অক্টোবর আমাকে নিয়ে ঢাকা আসে, ১৯শে অক্টোবর আমার সৌদি আরবের উদ্দেশ্য ফ্লাইট ছিলো, এয়ারপোর্টে এসে দাদা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলো, ঐদিনই দাদার সাথে আমার শেষ দেখা, এরপর আর দাদাকে দেখার সুযোগ হয়নি আমার, তবে ভিডিও কলের মাধ্যমে কথা হতো, কিন্তু দাদার স্নেহ আর ভালোবাসার ছোঁয়া আর বাস্তবে পেলাম না, দাদা আমি বাবা-মায়ের চেয়ে আপনি ও দাদীর ভালোবাসাটাই বেশি পেয়েছি। পরপারে ভালো থাকবেন দাদা, আর আপনার ও দাদীর দোয়া ও ভালোবাসাই আমার আগামীর পথচলা।
দাদার মৃত্যু বার্ষিকীতে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার একটাই কারণ অনেক আপনজনদের মনে করিয়ে দেওয়া, আজ দাদার মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমার আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব আপনারা সকলেই আমার দাদার জন্য দোয়া করবেন।
#আলহামদুলিল্লাহ আমার দাদী এখনো বেঁচে আছে, মহান
আল্লাহর নিকট দাদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আমার প্রতিটি মোনাজাতে দাদা আছেন এবং থাকবে, যত দিন আমি পৃথিবীতে আছি। আল্লাহ তুমি আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করো। #আমিন 🤲🕋🤲