রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে দিন দিন অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়েই চলেছে। এসব মৃত্যুকে আত্মহত্যা বা অসুস্থ বলে চালানো হলেও প্রতিটি মৃত্যু যেন রহস্যজনক । অন্ধকার জগত হওয়ায় মৃত্যু ব্যক্তিদের আত্মীয়-স্বজন না থাকায় এখানকার কোন মৃত্যুরই সঠিক কারণ উদঘাটন হয় না। দৌলতদিয়া যৌনপল্লীতে রিয়া ( ৩৪) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে যৌনপল্লীর আজিজ প্রামাণিকের বাড়ির ভাড়াটিয়া। তার দেশের বাড়ি কুষ্টিয়া। আহাদ ও রিহাদ নামে দেড় বছর ও তিন বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে তার।
সোমবার ১৯শে সেপ্টেম্বর দিনগত রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যৌনপল্লীর আজিজের বাড়ির ভাড়াটিয়া রিয়া রাতে নিজ রুমে মদ খেয়ে অসুস্থ হলে গেলে আজিজের বাড়ির ভাড়াটিয়া নাজমা ও রিয়ার কথিত স্বামী মজনু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
রিয়ার কথিত স্বামী মজনু বলেন, আমার ওয়াইফ হঠাৎ করে রাত তিনটার দিকে হার্ডস্টক করলে তাকে আমরা গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। ডাক্তার আমার ওয়াইফ কে দেখে বললেন সে মারা গেছে।
যৌনপল্লীর বাড়িওয়ালা আজিজ প্রামানিক মুঠোফোনে বলেন, আমার বাড়ীর ভাড়াটিয়া রিয়া মদ খেয়ে মারা যায়নি সে স্টক জনিত কারণে মারা গিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা’র অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, যৌনপল্লীর রিয়া নামে মেয়েটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।