জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ০৫ জন জিআর ও ১জন সিআর পরোয়ানা ভুক্ত আসামী সহ মোট ০৬ জন পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর সকালে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ, এসআই মোঃ মাহবুব হোসাইন, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই অনুপ চন্দ্র সরকার, এএসআই সোহাল রানা, এএসআই মোঃ শহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ১। জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোছাঃ বেবী বেগম (৫৫),২। মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২২), ৩। নাছির খাঁন (৩৫) ৪। মোঃ হাসান মোল্লা (৫৫) ৫। রবিন খাঁন,(২৬) ও ৬। মোঃ আবুল কালাম আজাদ শেখ (৪৫),কে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা হতে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। আসামীদের সবাই গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।