রাজবাড়ী জেলাতে কিশোর গ্যাং অপরাধী, মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে রাজবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে রোড শো করা হয়েছে। সোমবার বিকালে এই রোড শো করা হয়েছে। এ রোড শো’র নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান ও রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। এই রোড শো’তে রাজবাড়ী থানার অফিসার ও ফোর্সরা অংশ গ্রহণ করেন।রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, কিশোর গ্যাং, মাদকসহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে রাজবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে এই রোড শো করা হয়েছে। রাজবাড়ী থানা থেকে শুরু হওয়া এই রোড শো জেলা শহরসহ সদর উপজেলা সূর্যনগর, ধাওয়াপারা, বেলগাছিসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। একই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষে পথ সভাও করা হয়। পথ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বক্তৃতা করেন। তাদের এই কার্যক্রম চলামান থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ -এর নির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক রাজবাড়ী থানার বিভিন্ন এলাকায় কিশোর অপরাধী, মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় মহড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পথসভাও করা হয়। পথসভায় জনসাধারণকে বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন করা হয় এবং যেকোনো ধরনের অপরাধের সংবাদ থাকলে সাথে সাথে পুলিশকে অবগত করার জন্য বলা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উক্ত কার্যক্রমে সহযোগিতা করে। রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।