1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ আদালতে ব্যারিস্টার সুমনকে হাজির  গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সবার আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাইনুল ইসলাম রাজু ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভালুকায় নজিরবিহীন গণজাগরণ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ নালিতাবাড়ীতে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর ৭ বছরের সম্পর্ক অস্বীকারের অভিযোগ যুবকের বিরুদ্ধে গাজায় হামলা; রাবি প্রশাসন শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাদের সংহতি সমাবেশ গাজায় ইসরায়েলির হামলার প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে আহত ৫০, নিহত ৩

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভালুকায় নজিরবিহীন গণজাগরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভালুকায় নজিরবিহীন গণজাগরণ

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি :

ফিলিস্তিনে চলমান ভয়াবহ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) ময়মনসিংহের ভালুকায় আয়োজিত হয়েছে এক নজিরবিহীন গণজাগরণ। “মানবতা হোক একমাত্র পরিচয়” এই স্লোগানে সারাদিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সকাল ১১টায় ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রধান মিছিল। এতে শত শত শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কেউ এসেছেন পোস্টার হাতে, কেউ হাতে তুলে ধরেছেন ফিলিস্তিনি শিশুর ছবি। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাজার হয়ে পুনরায় কলেজে ফিরে সমাবেশে রূপ নেয়।

উপজেলার হবিরবাড়ী, ভরাডোবা, মল্লিকবাড়ী ইউনিয়নসহ প্রায় প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলেছে প্রতিবাদের ঢেউ। সমবেত কণ্ঠে ধ্বনিত হয়েছে
“চুপ থাকার সময় শেষ, ফিলিস্তিন আমাদের বিবেকের আয়না।”

একজন কলেজছাত্রী বলেন
“ফিলিস্তিনের শিশুর মুখ দেখে যদি আমি চুপ থাকি, তবে সেটা অপরাধ। আজ আমরা এক হয়ে প্রতিবাদ জানাতে এসেছি কোনো দল-মতের হয়ে নয়, বরং মানবতার পক্ষে দাঁড়াতে।”

সমাবেশে বক্তারা বলেন
“ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার সমস্যা।”
তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং বলেন, ‘মানবতা বাঁচাতে চাইলে আমাদের ভোক্তা সচেতন হতে হবে। ইসরায়েলি কোম্পানির পণ্যে অর্থ ব্যয় মানেই হত্যার পক্ষে সমর্থন।’
তারা স্থানীয় বাজারে বয়কট আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভালুকা বাজারের মো. রাজু মিয়া বলেন,
“আমার দোকানে কিছু পণ্য ছিল যেগুলো ইসরায়েলি কোম্পানির, আমি আজই সরিয়ে ফেলেছি।”

প্রতিবাদের নতুন সংজ্ঞা
ভালুকার এই কর্মসূচি ছিল ব্যতিক্রমী। কোথাও ছিল না রাজনৈতিক রং, ছিল না কোনো দলের ব্যানার ছিল কেবল একটাই বার্তা:
“ফিলিস্তিন মানে শুধু একটি ভূখণ্ড নয়, ফিলিস্তিন এখন পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ।”

মিছিলকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল
“নেতানিয়াহু একজন খুনি,” “মানবতা হত্যা বন্ধ কর,” “ফিলিস্তিনের শিশুরা কোথায় যাবে?”
এই শব্দগুলো যেন কেবল কাগজে লেখা কিছু বাক্য নয় ছিল শোক, ক্ষোভ ও চিৎকারের প্রতিচ্ছবি।

একজন বৃদ্ধা হাতে একটি ছোট ফিলিস্তিনি পতাকা ধরে কাঁদছিলেন। তিনি বলেন,
“আমি একাত্তরে যুদ্ধ করেছি, এখন আবার দেখি আরেকটা জাতি নিধনের যুদ্ধ চলছে।”

বিশ্লেষণধর্মী মূল্যায়ন
সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে ভালুকার এই কর্মসূচি শুধু প্রতিবাদ নয়, এটি একটি বৈশ্বিক ইস্যুর প্রতি স্থানীয় জনগণের চেতনার প্রকাশ। দেশের এক প্রান্ত থেকে উঠে আসা এ প্রতিবাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD