রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ ০৩ জন ও ০২টি গাঁজা গাছসহ ০১ জন সর্বমোট ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ১৬ই সেপ্টেম্বর বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এসময় তিনি জানান, এএসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে ১৫ই সেপ্টেম্বর সন্ধায় গোয়ালন্দ ঘাট থানাধীন বিষ্ণপুর সাকিনস্থ বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল গাজী (৪৫), কে ১০ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। সে রাজবাড়ী সদর এলাকার কাচরন্দ গ্রামের মৃত আঃ রশিদ গাজীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া হিরোইনের মূল্য অনুমানিক ১ লক্ষ টাকারও বেশি। ও এসআই এ.এস.এম ইছা খান সঙ্গীয় ফোর্সসহ অভিযানে ১৫ই সেপ্টেম্বর বিকালে সমীর মৃধার পাড়া সাকিনস্থ হাশেম দেওয়ান (৫৫) এর বসত ঘরের পিছনে থেকে ২। হাশেম দেওয়ান (৫৫), কে ২টি গাঁজা গাছ সহ আটক করে পুলিশ। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালি গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে। এছাড়াও এসআই মোঃ আশরাফুল ইসলামের সঙ্গীয় অফিসারসহ অভিযানে পরিচালনা করে ১৫ই সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া পোড়াভিটাস্থ বাঁশের সাঁকোর মাথায় খাজার ঘরের পার্শ্বে থেকে ৩। নায়েব হোসেন হৃদয় (৩৮), ও ৪। রেজাউল সিকদার (৪২),কে ৫ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। এর মধ্যে নায়েব মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রামের আব্দুল কুদ্দুস ছেলে ও রেজাউল গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার, শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মৃত মহি উদ্দিন শিকদার এর ছেলে। এদের কাছ থেকে উদ্ধার হওয়া হিরোইন মুল্য অনুমানিক ৫০ পঞ্চাশ হাজার টাকা। এর মধ্যে ১নং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলাসহ মোট ০৪ টি মামলা এবং ২নং ব্যবসায়ীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।