ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের
সরিষাবাড়ীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সরিষাবাড়ী থানা
পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে থানায় মতবিনিময় সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়া জানান,ব্যাংক থেকে মোটা অংকের টাকা লেনদেনকারী গ্রাহকরা যাতায়াত নিরাপদ করতে পুলিশের সহায়তা নিতে পারে।ঈদের সময়ে ছিনতাইকারী,অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।জনসাধারণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন,ঘটনার পর নয় বরং ঘটনা ঘটার আভাসেই পুলিশের জরুরী নাম্বার ৯৯৯ ও সরিষাবাড়ী থানা পুলিশের নাম্বারে তথ্য দেয়ার আহ্বান জানান।