পরম প্রিয়
মহসিন আলম মুহিন
পরম প্রিয়, দেখা দিও, সেই মহাকঠিন কালে-
আঁধার ঘন হতাশায় ভরা অজানা যাত্রা কালে।।
এক এক করে দূরে সরে যাবে-সাথী হারা, বাতি হারা,
চাই বা না চাই ঢেলে দিও প্রিয়-তোমার করুণার ধারা।।
পাশে যে ঘুমায় দিশা নাহি পায়, বের হলে প্রাণ বায়ু,
নহে আস্থার কেহ-তুমিই পরম প্রিয়, তুমিই যে মোর প্রভু।।
ডাক্তার ঔষধ কেহ নয়-তোমার মতো পরম প্রিয়,
মুখখানি ভার পারেনা তাড়াবার-মৃত্যুর মতো সত্য অপ্রিয়।।
রহমান আপন, রহিম আপন, পরম প্রিয় মহান সৃষ্টিকর্তা,
তোমার কৃপা, তোমার করুণা, বড়ই প্রয়োজন দাতা।।
আমার ধর্ম, আমার রাসুল, আমার পরম প্রিয় রব,
আর যত আছে, স্বার্থের টানে, ঘোরাঘুরি কলোরব।।