রাজবাড়ীতে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, রাজবাড়ীতে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় পুলিশ লাইন্স, থানা, ফাড়িঁসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহন করেন।
সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পুলিশ সদস্যের হাতে পুরষ্কার তুলে দেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী। এছাড়া সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক সদস্যের হাতে সম্মানী পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন সামনের সময়গুলোতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। সেখানে জেলা পুলিশের আগ্রহী সকল সদস্যকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।