সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর পৌরসভার ১,২ ও ৩ ওয়ার্ড যুব মহিলা লীগের উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর ১ নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডের মেম্বার ও পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুতশোভা মন্ডলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম।
এছাড়াও এসময় আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান হিরন,কলেজ ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ইব্রাহিম হোসেনসহ যুব মহিলা লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।