রিপোর্টার মো. শারীদ মোল্লা :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১ মার্চ ২০২৫ (রোজ শনিবার) রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার অন্তর্গত বাবুলতলা গ্রামের মরহুম আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর নিজ উদ্যোগে শতাধিক সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
শেখ আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ বেলায়েত হোসেন এই ইফতার সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন।
আসাদুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিয়াকত আলী শেখ, আব্দুল আজিজ ফকির, আঃ হান্নান ওরফে ওয়াজ উদ্দিন ফকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেখ আনছার উদ্দিন ন্যায়পরায়ন সমাজপতি হিসেবে এলাকার সকলের কাছে সুপরিচিত ছিলেন। ১৯৭২ সালে তিনি ইহকাল ত্যাগ করেন। তার ছেলে শেখ বেলায়েত হোসেন বাবার জন্য সকলের নিকট মাগফেরাতের দোয়া কামনা করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো আলু, ছোলা,মুড়ি চিনি, খেজুর।