সোমবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক পরিস্থিতির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সার্জ্জন ডাঃ রাশেদুজ্জামান, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক,উপজেলা আ’লীগের সভাপতি অবঃ মুজিবুর রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা সজল, রায়কালী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হরিবর রহমান, কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফিউদ্দিন প্রমুখ।
সভায় মাদ্রক দ্রব্বের অপব্যবহার রোধে করণীয়, বাল্য বিবাহ প্রতিরোধ. প্রকাশ্য ধুমপান, স্বাস্থ্য বিষয়ক কর্মপন্থা অবলম্বন ও কিশোর কিশোরীদের সাইবার অপরাধে যাতে জরিয়ে না পড়ে সে লক্ষে নাগরিক সু রক্ষায় সচেতন হতে কারিগরি জ্ঞানের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয় । আলোচনায় ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠানিক ও সোসাইটির উপর গুরুত্বারোপ প্রধান্য পায়, যাতে করে সাইবার অপরাধ বৃদ্ধি না পায় সে লক্ষে জনসচেতনতা বারানোর উপরও গুরুত্বারোপ করেন সভার সভাপতি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।