গাজিপুরে সেচ্ছাসেবী মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারী শুক্রবার গাজিপুরে মানবতার বন্ধন স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ আয়োজন করা হয়।
উক্ত মিলন মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সেচ্ছাসেবী সংঘঠনের প্রতিষ্ঠাতা ও সেচ্ছাসেবী রক্তদাতা মানব দরদী ভাই বোন অংশ গ্রহন করেছেন।
মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ কামাল উদ্দিন, সাধারন সম্পাদক, গাছা থানা বিএনপি, গাজিপুর মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার আলোচিত সেচ্ছাসেবী সংঘঠন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক উদ্ধারকর্মী মোঃ রাজিবুল ইসলাম।
আরো আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংঘঠনের প্রতিষ্ঠাতা ও এলাকার গুনীজন।
সভাপতিত্ব করেন মোঃ আব্দুল জব্বার সরকার, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, গাছা থানা বিএনপি, গাজিপুর মহানগর।
সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম, প্রধান উপদেষ্টা, মানবতার বন্ধন স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন মোঃ সামিউল ইসলাম ভূইয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মানবতার বন্ধন স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন।
অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল জব্বার সরকার বলেন, সেচ্ছাসেবীরা এদেশের গর্বিত সন্তান। গাজিপুরের গাছা থানায় এমন সংঘঠন এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হবো। এই সংঘঠনের সকল মানবিক কার্যক্রমে আমরা সবাই সর্বদা পাশে থাকবো এবং সার্বিক ভাবে সহযোগিতা করবো।
বিশেষ অতিথি ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম বলেন, সেচ্ছাসেবী রক্তদাতা সবাই এক একটি উজ্জ্বল নক্ষত্র। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে সেবামূলক কাজ করতে হবে।
বাংলার প্রতিটি সেচ্ছসেবী রক্তদাতা ভাই বোনকে সকল হাসপাতালে, অফিসে বিভিন্ন মানবিক কাজের ক্ষেত্রে মূল্যায়ন করতে হবে। সেচ্ছাসেবী রক্তদাতাদের ভালোবাসা, স্নেহ, সম্মান এর সহিত সকল মানবিক কাজে সহযোগিতা করে উৎসাহিত করা সকল নাগরিকের কর্তব্য। রাজিবুল ইসলাম সকল সেচ্ছাসেবী রক্তদাতাদের মানবিক কাজে সর্বদা সবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কাজে অবদান রাখার জন্য বিভিন্ন সংঘঠন ও সেচ্ছাসেবী রক্তদাতা মানব দরদী ভাই বোনদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার স্বরুপ প্রদান করা হয়েছে।