রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন!
মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী
জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। আরো উপস্থিত ছিলেন রাজশাহী ১ -আসন তানোর গোদাগাড়ীর বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা এ্যাড: সুলতানুল ইসলাম তারেক।
তিনি বলেন, তরুন যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে খেলাধূলা রক্ষা করতে পারে। এজন্য প্রতিটি তরুন ও যুবককে খেলাধূলায় আসক্ত হতে হবে। খেলা শরীর ও মনকে ভালো রাখে। নিয়োমিত খেলাধূলা শরীর গঠনে ভূমিকা রাখে, মন প্রফুল্ল থাকে। আজকের তরুণ যুবকেরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ এই যুব ছাত্র সমাজ স্বৈরাচার কে পালাতে বাধ্য করেছে। আগামীর মানবিক দেশ গঠনে তরুণ যুবকেরা নেতৃত্ব দিবে। সে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আমি তানোর গোদাগাড়ী আসনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেয় তাহলে তরুণ যুব সমাজকে নিয়ে নানা মূখী কাজ করা হবে। খেলাধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে প্রতিটি মাঠে খেলাধূলা নিয়োমিত হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার বিকেলের দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।