গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর ) রাত্রি ৯ টার সময় মহানগরীর কাটাখালী থানাধীন চক কাপাসিয়া এলাকায় অভিযান চালিয়ে রেবের একটি টহল দল মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করে । এ সময় তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগে ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করে । যার সিজার মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ।
গ্রেফতারকৃত মাদক বহনকারী মোঃ মাসুদ রানার বাড়ি মহানগরীর কাটাখালী থানাধীন শামপুর পশ্চিম পাড়া । তার পিতার নাম মৃত আব্দুল মজিদ । মাদক বহনকারীর বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।