
রায়পুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের কর্মবিরতি
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর নির্দেশনায় সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় রাযপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এক ঘন্টা কর্মবিরতী কর্মসূচী পালন করা হয়েছে।
গত ০৯/০২/২৫ ইং তারিখে ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবী আদায় এবং মন্ত্রণালয় কতৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবী বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের উসকানিমূলক হামলা ও নৃশংস ভাবে আহত করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন রায়পুর উপজেলা উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ হোসেন,সাঈদুল হক রুবেল, বিপুল কুমার, আজিম হোসেন, মোজাম্মেল সহ আরো অনেকে।
কর্মবিরতিতে অংশগ্রহন কারীগণ বলেন
মন্ত্রণালয় কতৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবী বাস্তবায়ন ও শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের উসকানিমূলক হামলা বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।