পত্নীতলায় জনগণকে সচেতন করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ- দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথবাহিনী। এ বিষয়ে নওগাঁর পত্নীতলা উপজেলায় সাধারণ জনগণকে সচেতন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে সাধারণ জনগণের মাঝে জনসচেতনার লক্ষ্যে র্যালি ও মাস্ক বিতরণ করেন শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু যৌথ বাহিনী। এলাকায় কোন আওয়ামীলীগ নেতা এখনো যদি আপনাদের ভয়-ভীতী দেখায় তাহলে স্হানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন তারা। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িতে দেওয়ার জন্য অনুরোধ জানান শিক্ষার্থীরা।