রাজশাহী পবায় শীতার্ত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ।
মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী
শীতার্ত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ হয়েছে। রাজশাহীর পবায় ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় শীতার্ত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ হয়েছে। কম্বল বিতরণ উদ্বোধন করেন, আরাফাত আমান আজিজ উপজেলা নির্বাহী অফিসার পবা রাজশাহী।
উপজেলার নওহাটা পৌরসভা, ৫ নং হড়গ্রাম, ৩ নং দামকুড়া, হরিপুর ও পারিলা ইউপির গরীব দুঃস্থ বয়স্ক বিধবা শীতার্ত আদিবাসীদের মাঝে ১৫০ টি কম্বল বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন মোঃ আবু বাশির উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কাজী নাজমুল ইসলাম সভাপতি পবা প্রেসক্লাব, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর ও পবা সাধারণ সম্পাদক ছোটন সরদার ও পবা শাখার সভাপতি মুকুল বিশ্বাস প্রমুখ।