সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে ৫ শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার
জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়ন বিএনপির সফল সভাপতি মরহুম সেলিম মিয়ার স্মরণে ৫ শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার বিকালে কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেলিম স্মৃতি সংসদের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় সেলিম স্মৃতি সংসদের শুভ উদ্বোধন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিব তালুকদার শাহীন,জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সদস্য খায়রুল কবির শ্যামল,
উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
দুলাল মিয়া,সেলিম স্মৃতি সংসদের সভাপতি রবিউল ইসলাম রবি,উপজেলা যুবদলের সদস্য ও
সেলিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক উজ্জল সরকার,পৌর বিএনপি নেতা মিনহাজ আহমেদ ইমন প্রমুখ।এসময় কামরাবাদ ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র শীতার্ত মানুষ উপস্থিত ছিলেন।