জয়পুরহাটে ২ শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও সদস্য সচিব জিল্লুর রহমানের আহ্বানে প্রায় ২ শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালপুর খেলার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সামস মতিনের সভাপতিতে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন মাস্টার, যুগ্ম-আহ্বায়ক, আবু রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান হোসেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা