1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইগাতীর গজনীতে মিনি চিড়িয়াখানায় অভিযান, ১৭টি বন্যপ্রাণী উদ্ধার পাখির অভয়ারণ‍্য বেতকা-রাখালগাছি চরাঞ্চল নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

ইউনিস্যার রাজশাহীর নতুন কমিটি গঠন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

সেচ্ছাসেবী সংগঠন ইউনিস্যাবের রাজশাহীর আঞ্চলিক নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬ সেশন) গঠিত হয়েছে।

কমিটিতে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. শিহাব মিয়া। বুধবার (২২ জানুয়ারি) রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক আখতারুজ্জামান বাবু-এর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ টিম (২০২৫-২৬) এ কমিটি ঘোষণা করেন।

এছাড়াও, সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মোহাম্মদ বাধন ও জারিন তাসনিম কেয়া। তাদের দায়িত্ব গুলো হলো ইভেন্টগুলোর সঠিক পরিচালনা, সদস্যদের উন্নয়ন এবং স্থানীয় কমিউনিটির সাথে সংযোগ স্থাপন।

নতুন এ কমিটিতে নিয়োগ পেয়েছেন ৩৫ জন সদস্য, যারা রাজশাহী বিভাগের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

নতুন কমিটি রাজশাহী বিভাগের যুবসমাজের জন্য এই ধরনের ইভেন্টগুলির আয়োজন আরও বেশি পরিকল্পনা এবং সৃজনশীলতার সাথে পরিচালনা করবে। তারা অ্যাডমিনিস্ট্রেশন, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন, ডকুমেন্টেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস, লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং কালচারাল অ্যাফেয়ার্স—এই ৯টি উইংয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাবে বলে জানান সদস্যরা।

নবনির্বাচিত আঞ্চলিক সম্পাদক মোঃ শিহাব মিয়া বলেন, “ইউনিস্যাব রাজশাহী বিভাগ, তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা তরুণ প্রজন্মের  দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়িত্বের বিকাশের মাধ্যমে দেশ ও সমাজের প্রতি তাদের অবদান নিশ্চিত করতে চাই।” তিনি আরও জানান, “এই কমিটি তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়াও, নতুন কমিটি অতিসত্বর সদস্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করবে, যার মাধ্যমে তারা আরও তরুণদের যুক্ত করে ইউনিস্যাবের কার্যক্রমকে আরো শক্তিশালী করা হবে।

উল্লেখ্য, এই সংগঠনটি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। ইউনিস্যাবের রয়েছে বেশ কিছু সিগনেচার ইভেন্ট, যা গত বছরগুলোর মধ্যে বিশেষভাবে পরিচিত এবং সফল। ঈদ ফর স্ট্রিট চিলড্রেন থেকে শুরু করে আরইউ ট্যালেন্ট হান্ট, উইক ফর হিউম্যানিটি থেকে স্কিল ইট—প্রতিটি ইভেন্টই তরুণদের লক্ষ্যে পৌঁছাতে বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিভাগের সবার জন্য একটি অনন্য জায়গা করে দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD