জিয়াউল কবীর,জেলা প্রতিনিধি , রাজশাহী
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইনের সিনিয়র স্টাফ রিপোর্টার জিয়াউল কবীর স্বপন ৪দিন ব্যাপী শিক্ষা সফর শেষ করলেন। সফরকালে পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইউনুস আলি টেলিফোনের মাধ্যমে তার সার্বিক খোজ খবর অব্যাহত রাখেন।
কক্সবাজার ও বান্দরবান জেলার ঐতিহাসিক দর্শনীয় স্পট অবলোকনে রবিবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে তার কার্যক্রম। দর্শনার্থী শতাধিক ব্যক্তি নিয়ে তার দলটি কক্সবাজার জেলার ঐতিহাসিক দর্শনীয় স্পটের মধ্যে টেকনাফ উপকুলে বিদ্যমান পূর্ব-পশ্চিম গামী রাস্তার একদিকে সমুদ্রের নৈসর্গিকতা অপর দিকে প্রায় তিনশ ফুট উচ্চতার বিশাল পাহাড়। ইনানী,লাবনী,সুগন্ধা সহ বিভিন্ন সৈকত,মহেশখালীর বাঁক,সমুদ্র পথের যাত্রা,শুঁটকি মাছের রাখাইন পল্লী,বার্মিজ মার্কেট,লবণ কাঁচামাল সংগ্রহ পদ্ধতি,ভিমেন বৌদ্ধবিহার ও পাহাড় পানির সামুদ্রিক পরিবেশ দর্শনে তাৎক্ষণিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া বান্দরবান জেলার ঐতিহাসিক দর্শনীয় স্পটের মধ্যে নাইক্ষংছড়ি-সোনাইছড়ি গহীন জংগল,বাংলাদেশে সেনাবাহিনীর পাহারা চৌকি,উপলন পর্যটন কেন্দ্র,ঝুলন্ত ব্রীজ,রাবার বাগানে ও রাবার গাছ থেকে সরাসরি রাবার উৎপাদন ও কাঁচামাল সংগ্রহ পদ্ধতি সহ বিভিন্ন বিষয় অবলোকন করেন। রাজশাহীর ইসলামী ব্যাংক হাস্পাতালের সুপারিন্টেনডেন্ট ডাঃ হাসানুজ্জামান হাসু এ শিক্ষা সফরে প্রধান মেহমান ছিলেন বলে জানা গেছে।