রাজশাহীর গোদাগাড়ী থানার চড়ভ বনপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মোঃ ইদিল মাদক ব্যবসায়ীকে দুই কোটি টাকার হেরোইনসহ আটক করেছে রেব ।
রবিবার (৩ সেপ্টেম্বর) , গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভ‚বনপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ ইদিলের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে। বিষয়টি জানা মাত্রই তার বসত বাড়ীতে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও করে র্যাব। এসময় দুইজন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টা করে। পরে একজনকে হাতে নাতে আটক করা হয়। অপর একজন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থেকে দুই কেজি হেরোইন জব্দ করে। উদ্ধার হেরোইনের সিজার মুল্য দুই কোটি টাকা।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।