মো:মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক
আজ পহেলা সেপ্টেম্বর ২০২৩ আদাবর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ঢাকা উদ্যান বেরিবাধ সংলগ্ন আল করীম ফজলুল উলুম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে থানা তৃণমূল সম্মেলন এর আয়োজন করা হয়।
উক্ত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুরাদ হোসেন এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। উক্ত তৃণমূল সম্মেলনের সভাপতিত্ব করেন মো: ছাদেকুর রহমান সরকার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা আরো উপস্থিত ছিলেন আদাবর থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বাংলাদেশ সরকারের সমালোচনা করে বলেন; এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যার্থ হয়েছে তাই আমরা বলতে চাই অনতি বিলম্বে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে চায়, নিজের ইচ্ছাতে ব্যাক্তি পছন্দ করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা রাজপথে আছি থাকবো ইনশাআল্লাহ।