1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ বছরের শিশুর আর্তনাদ, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় ভুক্তভোগী পরিবার শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন রাজবাড়ী পাংশায় না বলে আম পাড়ায় শিশুকে গাছে সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ‎ উঠেছে তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ঘাটাইলের বন মামলায় জামিন নামঞ্জুর,আসামি কারাগারে ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল মরদেহ মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ইজাড়ার মেয়াদ শেষ হওয়ার পরেও, থেমে নেই অবৈধ বালি উত্তোলন নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নেত্রকোনায় প্রথম আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নেত্রকোনায় প্রথম আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলায় এই প্রথম মগড়া নদীর উপরে ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে।নেত্রকোনা সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র জানান, জনগনের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনা জেলা শহর সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯২ সালে মডেল থানার সামনে মগড়া নদীর উপর একটি বেইলী ব্রীজ  নির্মাণ করা হয়। কালের পরিবর্তে বেইলী ব্রীজটি পুরনো হওয়ায় ব্রীজের বিভিন্ন স্থানে স্টিলের পাত ভেঙ্গে গিয়ে অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে উঠে। প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা। সেই সাথে বেইলী ব্রীজটি সরু হওয়ায় একদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে ভগ্ন ও জরাজীর্ণ ব্রেইলী ব্রীজের স্থানে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবী করা হচ্ছে। জনগনের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনা সড়ক বিভাগ বেইলী ব্রীজের স্থলে একটি দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি আরো জানান, ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণের আহবান করা হলে কনক্রিট এন্ড স্টিল টেকনোলজিস্ লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রীজ নির্মাণের কাজ পায়। ব্রীজের দৈর্ঘ্য ৫৬ মিটার আর ফুটপাতসহ প্রস্থ ১১.৮০ মিটার। এর ব্রীজের বৈশিষ্ট্য হচ্ছে মগড়া নদীর দুপাশে দুটি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। আর্চ স্টিল ব্রীজটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে তৈরী করা হবে। সারা বাংলাদেশে প্রথম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত আর্চ স্টিল ব্রীজের পরই নেত্রকোনার এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হচ্ছে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন জানান, ইতিমধ্যে পুরোনো ব্রেইলী ব্রীজ ভেঙ্গে সেখানে আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে দুই বছরের মধ্যেই এই দৃষ্টিনন্দন ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে। ব্রীজটি নির্মিত হলে একদিকে জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ বহুলাংশে কমে আসবে। অপরদিকে সারা জেলার সাথে বিশেষ করে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার ঘটবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD