গোয়ালন্দে জিআর পরোয়ানা ভুক্ত ৩ আসামী গ্রেপ্তার। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
১২৪
বার পঠিত
গোয়ালন্দে জিআর পরোয়ানা ভুক্ত ৩ আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ঃরাজবাড়ি
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে ২ জন জিআর পরোয়ানা ভুক্ত ও ১জন জিআর সাজা পরোয়ানা ভুক্ত, সর্বমোট ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৩১শে আগষ্ট দুপুরে
গোয়ালন্দ ঘাট থানার বিভিন্ন স্থান হতে
এএসআই মোঃ দেলোয়ার হোসেন ও এএসআই অশোক কুমার দত্ত সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম তাদের আটক করে। আসামীরা হলো
১। মোঃ শাজাহান মোল্লা, পিতা-মৃত-আরশেদ মোল্লা ,সাং-চর আন্ধার মানিক ২। মোঃ লিখন শেখ, পিতা-মোঃ নুরু শেখ , গ্রাম-সাবেক ফকির পাড়া ৯ নং ওয়ার্ড, ও ৩। মোঃ মিরাজ দেওয়ান, পিতা-নুরুল ইসলাম @ নুরাল দেওয়ান , গ্রাম-বিষ্ণুপুর, সর্ব থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।