একটি বর্ণিল প্রজাপতি গোলাপ ফুলটির উপর একা এসে বসলো এবং
বসে ডানা দুটো নড়াতে লাগলো।
যেন তাঁর হৃদয়ের ভেতর ভয়ের সলতেগুলো মৃদু বাতাসে তিরতির করে কাপছে মনে হলো।
এখনো মানুষেরাও স্বপ্ন দেখতে ভালোবাসে, তাই এই প্রজাপতিটিও তার ডানায় ভর করে নিয়ে যেতে চায় ইচ্ছের গোলাপ ফুলটি।
অথচ – প্রজাপতিটি উড়তে পারে না তার ডানাদুটো আটকে যায় শূন্যতার তীক্ষ্ণ আবেশের থাবায়।
যে ফুলটিতে আগে কোনো কাটা ছিল না, ছিল না কোন কীট পতঙ্গের ভয়;
এখন সেখানে মনে হয় যেন বিষফোড়া কাটার ভয় দেখানোর পোশাক পরা বুনো শুয়োরের দেবালয়।
তাঁর উন্মাদ চিৎকারে ভেঙ্গে পড়ে যেন প্রকৃতিতে চরাচর চৌচির অরণ্য,
আর এ পৃথিবীতে নেমে এসেছে আদিম আলখেল্লা গায়ে ঘন অন্ধকার।
সহস্র গোলাপের কাঁটা তারই মধ্যে সুন্দরের স্বপ্নকে বুকে করে নকশীকাঁথার গায়ে সারাক্ষণ চুমুক দিয়ে রেখেছে ভালোবাসার স্বপ্ন পূরণে- যেন এ গোলাপে প্রজাতির প্রেম।