রাজবাড়ী জেলা শহরের সজ্জকান্দা এলাকা থেকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ৬ কেজি ওজনের প্রায় ২লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি গাঁজার গাছ উদ্ধার করেছে। বুধবার দুপুরে ১২ ফুট লম্বা ওই গাঁজার গাছটি তারা উদ্ধার করে।
জানাগেছে, জেলা ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হক, এসআই মিলন চন্দ্র দেবনাথ, এএসআই কাশেম, এএসআই রাজিব, এএসআই মফিজজুল, কনস্টেবল হাসিবুল, কনস্টেবল সাঈদ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ মনিরুজ্জামান খানের নির্দেশনায় পরিত্যক্ত ১ টি ১২ ফিট লম্বা অবৈধ মাদকদ্রব্য গাজার গাছ, যাহার পাতা, শাখা-প্রশাখা, কান্ড সহ ওজন কাঁচা অবস্থায় ৬ কেজি, যাহার অবৈধ বাজার মূল্য ২,৪০,০০০ টাকা উদ্ধার করে।
তারা জেলা শহরের সজ্জনকান্দা ভোকেশনাল স্কুলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সজ্জনকান্দা গ্রামের জনৈক মোঃ মনিরুজ্জামান(৪৮), পিতা-মৃতঃ ইউনুছ খান এর বাড়ীর সামনে সজ্জনকান্দা পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত ঝোপ-ঝাড়ের ভিতরে অনুমান ১২ ফিট লম্বা শাখা ঝাপটানো একটি তাজা গাজার গাছ পান। উৎসুক স্থানীয় লোকজনের সামনে গাজার গাছটি দা দিয়া গোড়া থেকে কেটে ভূমি থেকে বিচ্ছিন্ন করিয়া ছোট ছোট করে কেঁটে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে ভরিয়া ওজন করিয়া দেখা যায় যে, পাতা, শাখা-প্রশাখা, কান্ড সহ ওজন কাঁচা অবস্থায় জব্দ করে। কোন অবৈধ মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী এই গাছ রোপন করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।