সত্য হলো সৎ সাহস,
সত্য নয়তো ভীতু।
সত্য হয়ে যায় একা তবুও,
শির করে না নিচু।
সত্যের আছে অনেক শত্রু,
প্রতি ক্ষণে ক্ষণে।
মিথ্যার অনেক বন্ধু আছে,
ঘুরে সনে সনে।
মিথ্যার কতো ভাই বোন,
আছে কতো আপনজন।
বিপদ আপদ আসলে ধরা,
দেয় না কোন মহাজন।
মিথ্যা বলে কতো কৌশল,
করে কতো ছলবল।
বিপদ আসিলে মিথ্যা তখন,
চোখ করে টলমল।
সত্য চলে এক পথে,
সঙ্গী সাথী নাই কেহ।
সত্য চলে সৎ সাহসে,
টলে না কভু তাঁর দেহ।
সত্যের যতই আসুক ঝড় তুফান,
সত্য পায় না কভু ভয়।
শত সহস্র বাঁধা পেরিয়ে,
সড্যের হয় তবে জয়।