1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ বছরের শিশুর আর্তনাদ, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় ভুক্তভোগী পরিবার শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন রাজবাড়ী পাংশায় না বলে আম পাড়ায় শিশুকে গাছে সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ‎ উঠেছে তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ঘাটাইলের বন মামলায় জামিন নামঞ্জুর,আসামি কারাগারে ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল মরদেহ মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ইজাড়ার মেয়াদ শেষ হওয়ার পরেও, থেমে নেই অবৈধ বালি উত্তোলন নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

লক্ষ্মীপুর জেলা  সংসদ এর ২৬ তম সাহিত্য সম্মেলন ২০২৪  অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা  সংসদ এর ২৬ তম সাহিত্য সম্মেলন ২০২৪  অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর.
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৬ তম সাহিত্য সম্মেলন ২০২৪  অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর  বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ( বাগবাড়ি). ।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এর অধ্যাপক বরেণ্য কবি ও কথাশিল্পী ড. মহীবুল আজিজ। অনুষ্ঠান উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও বিশিষ্ট প্রাবন্ধিক জনাব রাজীব কুমার সরকার।বিশেষ অতিথি থাকবেন জাতীয় কবিতা পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বরেণ্য কবি শাহীন রেজা। অতিথি বক্তা বিশিষ্ট কবি আরিফ মঈনুদ্দীন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এর সহকারী অধ্যাপক কবি কাইছার কবির ।  বিশিষ্ট কবি- লেখক, শিল্পী – সংস্কৃতিজন,শিক্ষক – সাংবাদিক সহ সর্বস্তরের পেশাজীবী নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।
সম্মেলনকে সফল করে তোলার লক্ষ্যে প্রস্তুতি কমিটির চুড়ান্ত সভা আজ ২০ ডিসেম্বর বিকেলে ডক্টরস ল্যাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ সভাপতি ডা মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন।  উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাহবুবুল বাসার, সহ সভাপতি মোরশেদ আলম হাওলাদার, আজীবন সদস্য মাহবুবুর রশীদ চৌধুরী, লিয়াকত আলী মাস্টার,আবদুর রহমান, যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান, অর্থ সম্পাদক রায়হানুল ইসলাম, প্রচার সম্পাদক হোসেন আহমদ জান, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জাকির, ফারহানা আক্তার দৃষ্টি, ওমর ফারুক পাটোয়ারী, মোঃ ইব্রাহীম প্রমুখ। সভায় প্রচার, মঞ্চ ও শৃঙ্খলা এবং অভ্যর্থনা উপকমিটি সমূহ গঠন করা হয়।
সম্মেলনের কর্মসূচি  নিম্নরূপ ঃ
১) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। স্কুল কলেজ ও  মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা সহ আগ্রহী ব্যক্তিবর্গ এ প্রশিক্ষণে অংশ নেবেন। সকাল ৯ টা থেকে কর্মশালার রেজিষ্ট্রেশন উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে।দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত দুপুরের খাবার ও প্রার্থনার জন্যে বিরতি থাকবে।কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্যে মধ্যাহ্ন আহারের ব্যবস্থা থাকবে।আবৃত্তি কর্মশালায় প্রশিক্ষক থাকবেন প্রখ্যাত আবৃত্তিকার ও বাচিক শিল্পী এডভোকেট মুরাদ আল হাসান চৌধুরী।
২) বিকেল ২ টা থেকে ২ টা ৩০ মিনিট  পর্যন্ত স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কার  প্রদান করা হবে।
৩) বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে থাকবে ” বাংলাদেশের সাহিত্যে উত্তরাধুনিক প্রবণতা ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা , কবিকন্ঠে কবিতা পাঠ, সংগীত পরিবেশনা,সাহিত্য সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
৪) সম্মেলনে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সম্মাননা ২০২৪, বাংলা আওয়াজ লেখক সম্মাননা ২০২৪,প্রফেসর ইমাম উদ্দিন চৌধুরী সাহিত্য সম্মাননা ২০২৪ এবং জেলার বর্ষসেরা কবি সম্মাননা ২০২৪ প্রদান করা হবে।
৫) সাহিত্য সম্মেলন উপলক্ষে  সাহিত্য কুইজ প্রতিযোগিতা আহবান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
৬) সম্মেলন উপলক্ষে মাসিক বাংলা আওয়াজ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।এতে জেলার কবি লেখকদের ছবি সহ সংক্ষিপ্ত পরিচিতি এবং কবিতা স্থান পেয়েছে ।বুক স্টলে এ বিশেষ সংখ্যা পাওয়া যাবে।
৭) সম্মেলনে স্থানীয় কবি লেখকদের প্রকাশিত বইপত্র নিয়ে বিক্রয় ও প্রদর্শনীর জন্যে একটি বই স্টল স্থাপন করা হবে। জেলার কবি লেখকদের প্রকাশিত বইপত্র বিকেল ৩ টার মধ্যে স্টলে জমা দিতে পারবেন।
সম্মেলনে অংশগ্রহণ করে সফল করে তোলার জন্যে কবি লেখক সংস্কৃতিজন শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সহ লক্ষ্মীপুর জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন সাহিত্য সংসদ নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD