সরষে ক্ষেতে হলুদ রঙের
ছেয়ে গেছে ফুল।
হাওয়ায় হাওয়ায় ফুলগুলো সব,
দুলছে দুল দুল।
যে দিকে তাকাই মাঠের পর মাঠ,
আঁখি জুড়ে যায়।
মৌমাছিরা ফুলে ফুলে বেড়ায় উড়ে,
গুণগুণ গান গায়।
সরষে ক্ষেতের হলুদ ফুলে,
রঙিন সরষে ক্ষেতের মাঠ।
হলুদ রঙের রঙ ছড়িয়েছে,
হলুদ প্রকৃতির দৃশ্য পাট।