শীতকালে ভোর বিহানে পরে,
হাড় কাঁপানো শীত।
পাখিরা বসে গাছের ডালে,
গাইছে শীতের গীত।
শীতকালে কুয়াশায় ঢাকা,
শীতের সকাল বেলা।
কৃষক কৃষাণী কাজে ব্যস্ত,
করে না কভু অবহেলা।
শীতকালে শিশির ঝরে,
দুর্বা ঘাসের উপর।
সূর্যের আলোতে শিশির জ্বলে,
মুক্তো দানার মতো।
শীতকালে ঘরে ঘরে,
পিঠা খাওয়ার ধুম।
গরম গরম পিঠা খেতে,
দারুণ লাগে উম।
শীতকালে মিষ্টি রোদে,
মাদুর পেতে বসে।
খোকা খুকুরা গল্প শুনে,
দাদুর গায়ে ঘেঁষে।