শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন
মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুরে উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ,মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার,প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান,দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা প্রমূখ।
১ লা ডিসেম্বর থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।