কাদছো কেন তুমি?
তাকিয়ে দেখো তো চোখের দিকে একবার ?
আমার বড় কষ্ট হয় কেঁদো না তুমি।
দেখ আমি নীলাম্বরী পড়েছি;
তাও তুমি কাঁদছো?
তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারবো না;
আমায় দিয়ে দাও তোমার সব কান্না।
তাও বলো- তুমি আর কাঁদবে না;
কখনো কাঁদবে না।
ভুলে গেছো তুমি?
আমি তোমার মনের যোদ্ধা?
তোমার জন্য আমি সব পারি এই আকাশচুম্বি;
কেন ভুলে গেছো?
আমি তো অঙ্গীকার করেছিলাম।
এই কান্নার রাত তোমার ললাটে নেই
দেখ- ভোর এসে কড়া নড়বে তোমার ললাটে।
কেন মন খারাপের পিছু তাড়া করে তোলপাড় করছো আপন ভুবনে?
একদিন হাজার ভালো ঠিকানা করবে তোমারে চরণ;
তা তুমি মিলিয়ে দেখো-
#কাদছো কেন তুমি।।