রামগতিতে ১৭০০ কৃষকের মাঝে নগদ অর্থ সারবীজ বিতরণ।
ফিরোজ আলম পরশ, রামগতি( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার সাতশ’ কৃষকের মাঝে নগদ অর্থ উপসী জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে উপকলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপ- ২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার সাতশ কৃষকের মাঝে আমন ধানের উপসী জাতের বীনা -১৭, ব্রী ধান ৭৫ এর ৫ কেজি বীজ, ড্যাব সার ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার প্রদান করেন।
রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারী সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ করেছি। পরবর্তীতে অন্যকোন বরাদ্দ পেলে আমরা নিরলসভাবে সুন্দর ও সুষ্ঠু বিতরণে কাজ করে যাবো।
বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।