ভরনণপোষণের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধীর জমি আত্মসাত
সদরপুর প্রতিনিধি
ভরণপোষণের প্রতিশ্রুতি দিয়ে এক প্রতিবন্ধীর জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি গ্রামের মৃত্যু মেঘনাথ ঘোষের প্রতিবন্ধী পুত্র স্বপন ঘোষ ২৮শে অক্টোবর সোমবার দুপুর ২ টার সময় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাররীক প্রতিবন্ধী স্বপন ঘোষ বলেন, আমার পৈত্রক সুত্রে পাওয়া সম্পত্তি থেকে চাররশি মৌজার ২৭৪ নং খতিয়ানে বি,এস ৪ নং দাগে ২৫ শতাংশ বসতভিটার জমি আমার দুরসম্পর্কের ভাতিজা ভাংগা উপজেলার নওপাড়ার নিবাসি শংকর কুমার দে এর পুত্র নিতাই চন্দ্র দে গত ৪/১০/২০১৮ সালে আমাকে ভরনপোষনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলিলমুলে দান পত্র রেজিস্ট্রি করে নেয়। আমার কোন স্ত্রী সন্তান না থাকায় উক্ত জমি দান করে দেই। স্বপন ঘোষ আরো জানান, জমি রেজিস্ট্রী করে নেওয়ার পর থেকে নিতাই চন্দ্র দে আমার আর কোন খোজ খবর নেয়না। বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছি। নিতাই চন্দ্র দের নিকট ভরনপোষন চাইলে আমাকে গালিগালাজ করা হয় এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়। বর্তমানে আমার দানীয় সম্পত্তি অন্যত্র বিক্রির পায়তারা করছে বলে কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন। আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি আমার দান রেজিস্ট্রি বাতিল করে প্রতারকের নিকট থেকে আমার সম্পত্তি ফেরত দেওয়া হোক। এ,ব্যাপারে স্থানীয় একাধিক ব্যাক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ব্যাপারে স্বপন ঘোষ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন।