নদীভাঙনে সড়ক বিলীন, পরিদর্শন করলেন শেখ বকুল।
মো. সুয়েবুর রহমান খান
বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর কোলঘেঁষে নির্মাণ করা বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কটি পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ এলাকায় প্রায় ৩০০ মিটার পাকা সড়ক ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে ১০০ মিটার পুরোপুরি বিলীন হয়ে গেছে।
বিলীন হওয়া সড়কটি অদূরে ফসলি জমির ওপর দিয়ে নতুন সড়ক নির্মাণ করা হলে, ফেরত নদী ভাঙনের মুখে পড়ছে। অব্যাহত ভাঙনে ভোগান্তি বেড়েছে এলাকাবাসী।
সোমবার (০৭ অক্টোবর) বিকালে সরেজমিনে গিয়ে ভাঙা রাস্তা পরিদর্শন করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ বকুল।
এসময় উপস্থিত ছিলেন, মির্জা এনামুল হক পারুল, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমির আলী, দপ্তর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান প্রমুখ।
পরিদর্শনকালে শেখ বকুল বলেন, রাস্তাটি অবস্থা এসে দেখি অত্যন্ত বাজে অবস্থা নাজুক অবস্থা, এই এলাকার মানুষ বা অসুস্থ রোগী নিয়ে চলাচল করতে পারছেন না।
বালাগঞ্জ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এম.আর ডালিম পক্ষে থেকে অতিদ্রুত সময়ে ভিতরে মেরামত করে দিব যাতে মানুষ চলাচল করতে পারে।
এই রাস্তা সংস্কার মাধ্যমে দীর্ঘদিনের সংকটের সমাধান হবে ইনশাআল্লাহ।
এদিকে বালাগঞ্জ উপজেলা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় যাতায়াত করার একমাত্র রাস্তা এটি।