বিসমিল্লাহির রহমানির রাহিম
আলহামদুলিল্লাহ
আল্লাহ মহান
# বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা #
ইকরা বিইসমি রাব্বিকাল্লাজী খালাক-পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।-
স্বয়ং আল্লাহই ছিলেন হযরত মোহাম্মদ-(সঃ)-এর শিক্ষক। এ কথার যথার্থতা প্রমাণে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন-শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী মুহাম্মদ-(সঃ)-বিভ্রান্ত নয় এবং বিপথগামী নয় এবং তিনি নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, ওহী যা তার কাছে প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষা দেয় এক মহা শক্তিশালী সত্তা; তার শিক্ষা ছিল নিখুঁত।
হযরত মোহাম্মদ-(সঃ)-ব্যবহারে ছিলেন নমনীয় ও আচরণে ছিলেন উদার এবং ভালোবাসাপূর্ণ মানুষ। তার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা আলা-“খুলুকিন আজিম”-(নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী)-। আর মহান রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা এবং রাসুল (সাঃ)-কে জন্মগতভাবেই শিক্ষকসুলভ করে তৈরী করেছিলেন।
মহানবী হযরত মোহাম্মদ-(সঃ)-এর নিকট আল্লাহর হুকুমে
কোরআন নাজিলকৃত প্রথম আয়াত-ইকরা বিইসমি রাব্বিকাল্লাজী খালাক-এই আয়াত নিয়ে মহাসম্মানিত ফেরেস্তা
জিব্রাইল-(আঃ)-আসলেন এবং নবীকে পড়তে বললেন।
স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে তার হাবীবকে শিক্ষা প্রদান করে বিশ্ব বাসীর জন্য শ্রেষ্ঠ শিক্ষক করে পাঠালেন। আল্লাহ বলেন-হে মানুষেরা! আমি তোমারদের কাছে তোমাদের মধ্যে থেকে একজন রাসুল পাঠিয়েছি। যে তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাবের হিকমত-(কোরআন ও বিজ্ঞান)-শিক্ষা দেয়-তোমরা যে বিষয়ে কিছুই জানতে না, সেটা শিক্ষা দেয়।
শিক্ষক এবং শিক্ষা শব্দ দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত। শিক্ষকের মাধ্যমেই শিক্ষার প্রচার ও প্রসার ঘটে থাকে। মানবজাতির শিক্ষক মুলতঃ মহান রাব্বুল আলামিন। প্রথমেই তিনি তাদেরকে তার প্রতি আনুগত্য করার শিক্ষাদান করেন।
আল্লাহ কোরআন পাকে ঘোষণা করলেন-ওমা আর সালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামীন-আমি নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।
* তার মানে নবীর দেওয়া শিক্ষা এবং আদর্শই হলো মানব জাতির জন্য কল্যাণকর।
মহানবী হযরত মোহাম্মদ-(সঃ)-এমন শিক্ষক হয়ে অর্থাৎ এমন শ্রেষ্ঠ মু’য়াল্লিম হয়ে
দুনিয়াতে আসলেন যার শিক্ষায় আরবের অন্ধকার যুগের সমাপ্তির পাশাপাশি সমস্ত বিশ্ব আলোকিত হলো।
# আমাদের অনুধাবন করতে হবে শিক্ষক ও ছাত্রের সম্পর্ক কোথা থেকে আসলো এবং কেমন স্নেহ আর কতটুকুন ভক্তির সম্পর্ক ও জায়গা।
# ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়-
দোসর জনম দিলো তিঁহ সে আক্ষ্মার।।
# আজ “বিশ্ব শিক্ষক দিবস”-আমার শিক্ষাগুরুদের সহ
সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা পাশাপাশি যে সকল শিক্ষাকগণ পরপারে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং যারা বর্তমানে এই পেশার সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ তাদেরকে সব ভালো দান করুন আগামী দিনগুলোতে এই কামনায়-